প্রবাসীরা আমাদের আত্মজ, গর্বের ধন : এডভোকেট নাসির উদ্দিন খান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৮:০২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রবাসীরা আমাদের আত্মজ, গর্বের ধন। তাদের কল্যাণে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তিনি বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে আমরা অনেকটা চাপমুক্ত রয়েছি। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় সিলেট জেলা পরিষদের ভিআইপি হলরুমে যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ জন কমিউনিটি নেতাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটে বসবাসরত বিয়ানীবাজারবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এডভোকেট নাসির খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনা করায় আমরা এখন বিশ্বের রোল মডেল। সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, কমিউনিটি নেতা বদরুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাসিব।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বদরুল খান বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশের প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে কাজ করি। দেশের যেকোনো দুর্যোগে পাশে দাঁড়াই। তিনি জানান, বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলে ৩২টি বাড়ি করে দেওয়া হচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার মাধ্যমে। তিনি প্রবাসীদের পক্ষ থেকে সিলেট-বিয়ানীবাজার মহাসড়ক দ্রুত সংস্কার করার দাবি জানান। প্রবাসীদের সংবর্ধনা প্রদান করায় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ শামছ উদ্দিন খান, সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবের আহমদ, সিলেট জেলা পরিষদ সদস্য খসরুল হক, এডভোকেট গিয়াস উদ্দিন ও ইফজাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুয়েব, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছিন আহমদ মিন্টু, সিলেট নগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী মাসুম, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন।