সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ কমিউনিটি নেতাকে সংবর্ধনা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ১:৪০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেটে বসবাসরত বিয়ানীবাজারবাসীর উদ্যোগে দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ জন কমিউনিটি নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিলেট জেলা পরিষদের ভিআইপি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, কমিউনিটি নেতা বদরুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাসিব।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ শামছ উদ্দিন খান, সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবের আহমদ, সিলেট জেলা পরিষদ সদস্য খসরুল হক, এডভোকেট গিয়াস উদ্দিন ও ইফজাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুয়েব, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছিন আহমদ মিন্টু, সিলেট নগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী মাসুম, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন।