Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




তিলপাড়ায় মেধাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা শনিবার ।। প্রধান অতিথি এডভোকেট নাসির খান

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নে মেধাবৃত্তি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

আগামী শনিবার সকাল সাড়ে ১০ টায় দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঐদিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে নগদ ১ হাজার টাকা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দৈনিক সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত সংবাদ কার্টিং

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম।

এছাড়া সংগঠনের ট্রাস্টিসহ বিভিন্ন পেশার বিশিষ্টজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা কামনা করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জুবের আহমদ।

 

Developed by :