সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম, সেক্রেটারি এমদাদ নির্বাচিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণসিলেট: সব জল্পনা-কল্পনা ও অনেক নাটকীয়তার পর নতুন কমিটি পেল সিলেট মহানগর বিএনপি। কাউন্সিলরদের গোপন ভোটে নাসিম হোসাইন সভাপতি, মো. এমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ও সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া ভোটের গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ আহমদ এই ফলাফল ঘোষণা করেন।
এতে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ১০৬৬ ভোট পেয়েছেন। সভাপতি পদে তাঁর প্রতিদ্বন্দ্বি মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৭৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১০৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বি ফরহাদ চৌধুরী শামিম পেয়েছেন ৭৭২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।এ পদে অন্য দুই প্রার্থী আব্দুল্লাহ শফি সায়ীদ ৪৪২, মোস্তফা কামাল ফরহাদ ১০৯ পেয়েছেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় সিলেট মহানগর বিএনপির সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা সাড়ে ১২টায় শেষ হয় সম্মেলনের প্রথম অধিবেশন। এরপর বেলা দুইটায় দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেধন শুরু হয়। এতে সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটে অংশ নেন নগরীর পুরনো ২৭টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডের ৭১ জন করে ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর।
মহানগর বিএনপির কাউন্সিলে তিনটি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।