বিয়ানীবাজারবার্তা২৪.কম: লন্ডন বারা অব টাওয়ার ট্যামলেটস কাউন্সিলের ‘নিউ টাউন হল’ পরিভ্রমণ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ।
কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে বুধবার (০৮ মার্চ) নিউ টাউন হলে পৌঁছলে তাদেরকে অভ্যর্থনা জানান টাওয়ার ট্যামলেটস এর কেবিনেট মেম্বার কাউন্সিলর কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি এমদাদুল হক নেওয়াজ, মো. ছাদ উদ্দিন, সাধারণ সম্পাদক জুবের আহমদ, ট্রাস্টি আব্দুল মুকিত ইসলাম, নুর উদ্দিন, জাকির হোসেন, হাজি আব্দুর রব সদাই ও মোহাম্মদ বদরুল হক প্রমুখ।
একপর্যায়ে ট্রাস্ট নেতৃবৃন্দ টাওয়ার ট্যামলেটস এর মেয়র লুৎফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মেয়র তাদেরকে টাওয়ার হ্যামলেটস এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এদিকে, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে লন্ডন ভ্রমণে থাকা দাসউরা গ্রামের কৃতিসন্তান হাজি আব্দুর রব সদাই ও দাসউরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোহাম্মদ বদরুল হক এর সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।