বিয়ানীবাজারে ফয়জুল আলম স্যার’র ইন্তেকাল, শনিবার জানাজা ।। বিশিষ্টজনের শোক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল আলম ওরফে ‘আলম স্যার’ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে বিয়ানীবাজার পৌর এলাকার খাসা পন্ডিতপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় পিএইচজি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের পুত্র মাহবুবুল আলম আজাদ।
একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, ক্রীড়া সংগঠক ও নাট্যকার হিসেবে উপজেলাজুড়ে আলম স্যারের পরিচিতি ছিল। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণের এ পুরোধা ব্যক্তিত্বের মৃত্যুতে বিশিষ্টজন শোক প্রকাশ করেছেন।
বহুগুণের অধিকারী ফয়জুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, বিয়ানীবাজার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দীন জাফরী, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ সেন্টার লন্ডনের চিফ ট্রেজারার মামুন রশীদ, লন্ডন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।
জানা যায়, শিক্ষকতা পেশা থেকে অবসরের পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন ফয়জুল আলম। নতুন বছরের শুরুর দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরেন। সম্প্রতি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হলে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শে দু’দিন পূর্বে তাকে বাসায় নিয়ে আসা হয়। এ অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।