দাসউরায় সংহতি যুব পরিষদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের দাসউরায় সংহতি যুব পরিষদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় দাসউরা বাজারে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি লন্ডন টাওয়ার হ্যামলেটসের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ার এবং তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র অন্যতম ট্রাস্টি আশিক রহমান সাজু।
দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজমুল ইসলাম, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, দাসউরা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুল হান্নান, ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. শিব্বির আহমদ সোহেল, বিশিষ্ট সমাজসেবক ছাইফুল আলম খায়রুল, যুক্তরাজ্য প্রবাসী এমাদ আহমদ, টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল ইসলাম মুন্না, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম রাব্বি ও ফ্রান্স প্রবাসী তারেক আহমদ, বিশিষ্ট সমাজসেবক ছাইফুল আলম খায়রুল, যুক্তরাজ্য প্রবাসী এমাদ আহমদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম পান্নু, ছাত্রনেতা রাহাত আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা পৃষ্ঠপোষক সবাই মিলে প্রতিবছর সংহতি যুব পরিষদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করবো। তিনি যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এতে প্রয়োজনে এলাকার প্রবাসী কমিউনিটি নেতারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
উদ্বোধনী খেলায় মায়াবী বিয়ানীবাজার ২-০ সেটে ডাচ বাংলা এজেন্ট দাসউরা জুটিকে পরাজিত করে।
উদ্বোধনী খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল হাই আজাদ।
পরে প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।