বীর মুক্তিযোদ্ধা বাবুল আকতারের ইন্তেকাল, কসবায় জানাজা সোমবার ॥ শোক প্রকাশ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১:১৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল আকতার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত মঙ্গলবার সন্ধ্যায় কানাডার মন্ট্রিয়লের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেমেয়ে, পুত্রবধু, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ জুম’আ কানাডার ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।
এরপর তাঁর লাশ নিয়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন মরহুমের দু’পুত্র কানাডাস্থ বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও সাবেক ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা বাবুল আকতারের দ্বিতীয় জানাজার নামাজ আগামী সোমবার বাদ জোহর কসবা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের কনিষ্টপুত্র সাবেক ছাত্রলীগ নেতা জাফর আহমদ।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবুল আকতারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।