Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন

বার্তা ডেস্ক: পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ও শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ের সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচি গ্র্যান্ড মসজিদে এ বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এই জুটির মেহেদি অনুষ্ঠান। খবর জিও নিউজের।

বিয়েতে বাবর আজম, সরফরাজ আহমেদ, নাসিম শাহ, শাদাব খানদের মতো তারকারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পরিবারসহ করাচি পৌঁছায় শাহিনের পরিবার। বৃহস্পতিবার রাতে আনশা ও শাহিনের মেহেদির অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর ঘরোয়াভাবেই আকদ ও কাবিনের আয়োজন হয় এই নতুন জুটির।

জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, আনশাকে বিয়ে করার ইচ্ছে তারই ছিল। এটা ছিল আমার কামনা। সব প্রশংসা সৃষ্টিকর্তার, উনি আমার ইচ্ছে পূরণ করেছেন।

নারী ভক্তদের ব্যাপারে আনশা হিংসা করেন কিনা; এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি ফাস্ট বোলার বলেন, আমি নিশ্চিত নই। তবে সে এমন কিছু মনে হয়ে থাকতেও পারে।

 

Developed by :