আছিরগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সোমবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৯:০৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান আগামীকাল সোমবার।
স্থানীয় আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সিলেট ব্যুরো চিফ শাহ দিদার আলম নবেল, ডেইলি নিউ এজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি মজুমদার।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলালের পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে এ মেধাবৃত্তির সূচনা করা হয় ২০২১ সালে।
এর ধারাবাহিকতায় গত বছরের ৫ নভেম্বর সর্বশেষ পরীক্ষার পুরস্কার বিতরণ করা হবে সোমবার।