সিলেটে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল, ‘সাদ্দাম-ইনান’ স্লোগানে মুখর নগরী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ আসিফ ইনান’কে অভিনন্দন জানিয়ে নগরীতে জাওয়াদ খানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্রলীগের বিশাল আনন্দ মিছিল
বিয়ানীবাজারবার্তা২৪.কম: বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ আসিফ ইনান’কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ছাত্রলীগ।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের ব্যানারে বিশাল মিছিল নগরীর তেলিহাওর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এখন সুখি, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, সরকারের প্রত্যেক উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি সিলেটে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছে। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
পথসভায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমেদ জনি, জেলা ছাত্রলীগ নেতা এম আর মুহিব, সৌরভ জায়গিরদার, আব্দুস সাদিক তারেক, আল মামুন, সঞ্জয় সরকার, মাহমুদলু করিম নেওয়াজ, সাহেক আহমদ, সাহেদ জায়গিরদার, আবু তায়েফ, আল আমিন, দ্বীপ রাজ দাস দিপায়ন, মেহরাব হোসাইন, অলিউর রহমান, ইমন ইবনে সাম্রাজ, জামিল আহমদ পাবেল, মাহির দাইয়ান, দীপু গৌস, হেলাল আহমদ, সাহেল আহমদ, বিপ্লব, তাহসান হাবিব, আরিফুর রহমান, রাফি আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সোহাগ, অপু, আশরাফুজ্জান, আফজল, সজিব, হৃদয় নিলয় পাল, নয়ন পাল, রাসেল, আশরাফুল শাহী, আবু তাহের, শাকিল আহমদ, রাব্বী, সুমন, সীয়ান, ফাহিম, মুন্না, মিটুন, হাফিজ, সাহান, পল্লব, হাসান, ফাইয়্যাজ, মুহিন, আফজাল হোসেন মিজান, আশরাফ, সাহেদ, জসীম, ইকবাল, মেহেদী হাসান সুমন, রনি, সানজিদ, রাজীব, সাগর, সিদ্দিকুর রহমান, মান্না, মাহমুদ, সাদিক, সাজন, আমির প্রমুখ।