বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের ইনাম কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ বাস্তবায়নে এগিয়ে এসেছে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে।
আজ বুধবার দুপুর ১২ টায় সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের হাতে অনুদানের সাড়ে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
বংলাদেশ সেন্টার লন্ডনের প্রধান ট্রেজারার ও লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর এবং ট্রাস্টের সাবেক সভাপতি মামুন রশীদের সভাপতিত্বে ও সাংবাদিক ছাদেক আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, লন্ডন বারা টাওয়ার হ্যামলেটস এর কেবিনেট মেম্বার অব ইনভাইরনমেন্ট কাউন্সিলর কবির হোসাইন, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. আলতাফ হোসেন, এডভোকেট আতিকুল হক, তিলপাড়া ইউপি সদস্য মো. আনা মিয়া, ইউপি সদস্য হোসেন আহমদ, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান, ইনাম কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আতাউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস উদ্দিন, সদস্য শফিক আহমদ প্রমুখ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।