সিলেট জেলা পরিষদে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভা বুধবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ১১:২৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার ইনাম কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। বড় বাজাটের এ উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আল্লাহর ঘর নির্মাণে মুক্তহস্তে দান করে যাচ্ছেন।
এদিকে, ইনাম কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ তহবিলে প্রাথমিকভাবে সাড়ে ৭ লক্ষ টাকা দান করছে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বংলাদেশ সেন্টার লন্ডনের প্রধান ট্রেজারর ও লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর মামুন রশীদ, লন্ডন বারা টাওয়ার হ্যামলেটস এর কেবিনেট মেম্বার অব ইনভাইরনমেন্ট কাউন্সিলর কবির হোসাইন।
এছাড়াও প্রবাসী কমিউনিটি নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মহতি এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।