তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৭:২১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের একটি মিনি হলরুমে আয়োজিত সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধা সম্পাদক জুবের আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক নেওয়াজ, মোঃ ছাদ উদ্দিন, নুরুদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল মুকিত ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের প্রথম দিকে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ২য় শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সংগঠনের উদ্যোগে ইনাম জামে মসজিদ নির্মাণের জন্য সংগৃহিত অর্থ হস্তান্তর করারও সিদ্ধান্ত হয়। এজন্য দেশে বসবাসরত সংগঠনের সাবেক সভাপতি মামুন রশীদ ও কাউন্সিলর কবির আহমদ কার্যকর ব্যবস্থা নিবেন।