ভারতের আমন্ত্রণে ‘শিলচর-সিলেট ফেস্টিভালে’ যোগ দিচ্ছেন ওয়াহিদুর রহমান ওয়াহিদ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:৩২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: ভারত সরকারের আমন্ত্রণে ‘ফাস্ট ইন্টারন্যাশনাল শিলচর-সিলেট ফেস্টিভাল ২০২২’ এ যোগ দিচ্ছেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে আগামীকাল শুক্রবার বিকেলে তিনি উৎসবে যোগদান করার কথা রয়েছে।
আগামী ২ ও ৩ ডিসেম্বর আসামের শিলচরে এ ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
ভারত স্বাধীনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং বাংলাদেশ এর ৫০ বছর পূর্তির অংশ হিসেবে এ ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে।
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ইন্ডিয়া ফাউন্ডেশন ‘শিলচর-সিলেট ফেস্টিভাল’র আয়োজন করেছে।