মিডল্যান্ড আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আজির উদ্দিন অসুস্থ, দোয়া কামনা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২২, ১১:১৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: যুক্তরাজ্যের মিডল্যাণ্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাঙালি কমিউনিটির প্রবীন মুরব্বী আজির উদ্দিন অসুস্থ হয়ে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় দেশ ও বিদেশে অবস্থানরত সকল পরিচিতজনদের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
আজির উদ্দিনের স্বজনরা জানান, স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) সকালে তিনি হঠাৎ ব্রেইন স্ট্রোক করায় তাকে দ্রুত বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, রাজনীতিবিদ আাজির উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে।