যুবলীগ নেতা বাবরের মৃত্যুতে শোকের ছায়া, রাত ১০ টায় জানাজা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২, ৩:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা মো. বাবর হোসেন (৩৭) আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুখবরে বিয়ানীবাজার উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সদাহাস্যজ্বল বাবরকে হারিয়ে তার রাজনৈতিক সহকর্মীরা শোকে মুহ্যমান।
বিগত কিছুদিন থেকে তিনি কিডনী সমস্যায় ভূগছিলেন।
বাবর হোসেন লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের মরহুম নূর উদ্দিনের ২য় পুত্র। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র, ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত ১০ টায় কালাইউরা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
এদিকে, যুবলীগ নেতা বাবর হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।