সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের ইন্তেকাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২২, ৩:২৫ অপরাহ্ণপিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ এ্যানীর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৯ মাস ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সদস্য সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মসিউর রহমান মহারাজ।