Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




রওশন এরশাদের ডাকা কাউন্সিল চুন্নুর প্রত্যাখ্যান

বার্তা ডেস্ক: তীয় পার্টির (জাপা) পৃষ্ঠপোষক রওশন এরশাদের ডাকা কাউন্সিল প্রত্যাখ্যান করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠেয় কাউন্সিলের সঙ্গে জাপার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, বিএনপি কিংবা আওয়ামী লীগ কারও সঙ্গে আমরা জোটে নেই, আলোচনা নেই। কোনো জোটের প্রশ্নই আসে না। আমাদের টার্গেট আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোট করবো। নির্বাচন করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

এর আগে গত ৩১ আগস্ট দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এক চিঠিতে ২৬ নভেম্বর পার্টির কাউন্সিল অধিবেশন ডাকেন

কাউন্সিল সফল করতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কো-চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন রওশন এরশাদ নিজে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :