খাসা তরুণ সংঘের কমিটি গঠন: সভাপতি জাকির সম্পাদক আবুল সাংগঠনিক রাহাত নির্বাচিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২২, ৮:৩৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার পৌর এলাকার খাসা তরুণ সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুকুল হক।নবনির্বাচিত কমিটির সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূর আলম রাহাত।
গতকাল শুক্রবার রাতে স্থানীয় একটি কনভেনশন হলে সংঘ’র সদ্য বিদায়ী সভাপতি ছাব্বির হোসেন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি জাকির হোসাইনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জি.এস ফারুকুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম আহমদ, খাসা তরুণ সংঘ’র গভর্ণিংবডির চেয়ারম্যান জামিল আহমদ।