কাউন্সিলর ছালেহ সেলিমের সাথে লুটনের সাবেক মেয়র তাহির খানের সাক্ষাৎ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২২, ৭:৫৫ অপরাহ্ণসিলেট: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম ভিপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের সাবেক মেয়র তাহির খান।
এ সময় তাহির খান সিলেটের রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক কর্মকান্ডে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস ব্যাক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, কোষাধ্যক্ষ হাজী বাহার উদ্দিন, সদস্য শাহেদ আহমদ,সিলেট জেলা যুবলীগ নেতা কবির চৌধুরী রাসেল, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নিয়াজ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান চৌধুরী অভি, জেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইফ উদ্দিন হীরা, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ তারেক আহমদ, তাশফিক মেহদী জয়, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ সভাপতি জুনেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, তৌফিক এলাহী চৌধুরী শাওন, আরিফ আহমদ প্রমুখ।