এডভোকেট নাসির খান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২২, ৭:১১ অপরাহ্ণসিলেট: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দকালে অন্যকোন প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এ নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন দুইজন। তাদের মধ্যে নাসির উদ্দিন খান জমা দিলেও শেষ পর্যন্ত জমা দেননি অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন এডভোকেট নাসির উদ্দিন খান।
এদিকে, গণমানুষের নেতা এডভোকেট মো. নাসির উদ্দিন খান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।
এক অভিনন্দন বার্তায় তিনি সাবেক ছাত্রনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত এডভোকেট নাসির উদ্দিন খানের জনপ্রতিনিধি হিসেবে অব্যাহত সাফল্য কামনা করেন।