সিলেটে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি: সুব্রত সভাপতি ও শামসুল সম্পাদক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৮ অপরাহ্ণসিলেট: একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেটের কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে সভাপতি ও এডভোকেট শামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শনিবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল এই কমিটি অনুমোদন দেন।
কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সাংবাদিক তাপষ দাস পুরকায়স্থ ও ভিপি শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ, মনোজ কপালী মিন্টু, সার্জেন্ট আবুল হোসেন, মনোরঞ্জন তালুকদার ও ওয়ালিউর রহমান মাহমুদ ওয়ালি, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, জান্নাত আরা খান পান্না ও সুরঞ্জিত বর্মন, অর্থ সম্পাদক তারা মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, আইন সম্পাদক এডভোকেট আলা উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অংশুমান দত্ত অঞ্জন।
আগামী অক্টোবর মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।