বিয়ানীবাজারবার্তা২৪.কম: মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানজনক জীবন যাত্রার ব্যবস্থাকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৈরি করে দিচ্ছে ‘বীর নিবাস’।
এ লক্ষ্যে আজ বুুুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক নূর জানান, বিয়ানীবাজারে ৫৯টি বীর নিবাস স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে জায়গা নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। শিগগির ঘর নির্মাণের কাজ শুরু হবে।
একেকটি বীর নিবাস তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা।
সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদিরসহ বেশ কজন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।