কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ অপরাহ্ণবার্তা ডেস্ক: গুয়েতেমালায় স্বাধীনতা দিবসের আয়োজিত এক কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এ ঘটনাটি ঘটে।
এবিসি নিউজের প্রতিবেদনে এসেছে, কনসার্টটি একটি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পন্সর করেছিল। বৃহস্পতিবার রাজধানী গুয়েতেমালা সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে কোয়েটজালতেনাঙ্গোতে ঐতিহ্যবাহী জেলাফার উৎসব চলাকালীন কনসার্টে উপস্থিত হয় কয়েক হাজার লোক। কনসার্ট শেষে মানুষজন বের হওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকে পদদলিত হয়ে মারা যান।
কনসার্টে অংশ নেওয়া ন্যান্সি ক্যুমে বলেন, হাজার হাজার লোক এতে অংশ নিয়েছিল। বৃষ্টির কারণে প্রচুর কাদা জমে যায়। আমি মনে করি এই কারণে লোকজন নড়াচড়া করতে পারছিল না। অনেকে পড়ে পদদলিত হয়ে মারা গেছেন।
এমন একটি ইভেন্ট নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল ছিল বলে অভিযোগ করেছেন শহরের মেয়র অ্যামিলকার রিভার্স।
গুয়েতেমালা স্পেন থেকে ২০১ বছর আগে স্বাধীনতা লাভ করে।