দুই ভাইসহ তিন বাংলাদেশি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণবার্তা ডেস্ক: সৌদি আরবের আল-কাসিম শহরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দূর্ঘনাটি ঘটেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)। তাদের বাড়ি হলো কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের
জানা গেছে, মো. ফারুক তিন বছর আগে সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি নেন। তিন মাস আগে তাঁর ছোট ভাই পারভেজকেও একই কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে নিয়ে যান তিনি। মনোহরগঞ্জের মির্জাপুর গ্রামের সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান।
বৃহস্পতিবার দুপুরে বাজার করতে প্রাইভেটকার নিয়ে বের হন ফারুক। সঙ্গে তাঁর ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছানোর সময় রাস্তায় মোড় ঘোরাতে গিয়ে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।’