এডভোকেট নাসির খানকে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদের অভিনন্দন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২২, ৮:৪৭ অপরাহ্ণসিলেট: সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এজন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জের বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ।
বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি এডভোকেট নাসির উদ্দিন খানের অব্যাহত সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিন বৃহস্পতিবার চেয়ারম্যান পদে এডভোকেট নাসির উদ্দিন খান ব্যতীত অন্যকেউ মনোনয়ন জমা দেয়নি। এ কারণে তাঁর চেয়ারম্যান হওয়ার শুধুমাত্র বাকি অফিসিয়াল ঘোষণা।