বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র বিজিএম ১৬ অক্টোবর
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র বিজিএম ও সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের মাইক্রো বিনেস সেন্টারে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মামুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর কামরুল হোসেন মুন্নার পরিচালনায় সভায় আগামী ১৬ অক্টোবর বিজিএম এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এলক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার লন্ডন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসন। অপর দুই নির্বাচন কমিশনার হলেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু।
গুরুত্বপূর্ণ এ সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, এমদাদুল হক নওয়াজ, নুরুল ইসলাম, মো. রহিম উদ্দিন, দিলওয়ার হোসাইন, ইকবাল হোসেন, আকবর হোসেন রবিন, নুরুজ্জামান, আবু বকর খসরু, মুজিবুর রহমান, আমিনুল হক, আবু কাওছার, আসিক রহমান, জুবের আহমদ, জসিম উদ্দিন, মো. বদরুল হক, কবির মাহমুদ, কাউন্সিলর কবির হোসেন, শামীম আহমদ প্রমুখ।