অধ্যাপক আব্দুল খালিকের মাতার ইন্তেকাল, বাদ আছর জানাজা।। বিশিষ্টজনের শোক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২২, ১১:২২ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আব্দুল খালিক এর মাতা মোছাম্মত আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার ভোর সোয়া ৪ টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ২ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ আছর (সাড়ে ৫ টা) চারখাই পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাগবাড়ী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার বড় পুত্র এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সাবেক ভূমি সচিব আব্দুল জলিল।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল খালিক এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানান।