আ ফ ম কামালের প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ৬:৪১ অপরাহ্ণসিলেট: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের প্রতি শ্রদ্ধা জানিেছেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার মরহুমের মরদেহ সিলেট সিটি করর্পোরেশনে আনা হলে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিসিকের কাউন্সিলিরবৃন্দ। পাশাপাশি শ্রদ্ধা নিদেবন করেন
সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
নগর ভবনে শ্রদ্ধা জানানোর পর সিলেট ডায়বেটিক হাসপাতালে নেওয়া হয় তার মরদেহ। আ ফ ম কামাল দীর্ঘদিন ডায়াবেটিস সমিতির সাথে জড়িত ছিলেন। সেখানেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
বিকেল সাড়ে ৫টায় শাহী ঈদগাহে তার জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন আ.ফ.ম কামাল। তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।