আ.ফ.ম কামালের জানাজা বিকেল সাড়ে ৫টায়
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১২:০৪ অপরাহ্ণসিলেট: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের জানাজা আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এর আগে তাঁর মরদেহ নেয়া হবে নগর ভবনে। সেখানে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত রাখা হবে সাবেক পৌর চেয়ারম্যানের মরদেহ। এরপর বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ রাখা হবে সিলেট ডায়বেটিস হসপিটালে।
এরপর শাহী ঈদগাহে বিকাল সাড়ে ৫টায় জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন আ.ফ.ম কামাল। তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।