ফাইনালের মহারণে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ণদ্বাদশ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ইয়ান মরগ্যানের দল। আজকের ফাইনালে ইংল্যান্ডের নির্ভরতার জায়গা টপ অর্ডার। বিশ্বকাপের প্রায় সবকটি ম্যাচেই দারুণ শুরু এনে দিয়েছেন ইংল্যান্ডের উদ্বোধনী জুটি।
সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৫ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন জেসন রয়। যে ম্যাচেই বড় ইনিংস উপহার দিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান সেই ম্যাচেই জয় নিয়ে মাঠে ছেড়েছে ইংল্যান্ড। তাই আজ ফাইনালেও তার উপর প্রত্যাশাটা একটু বেশিই থাকবে স্বাগতিকদের।
অন্যদিকে বড় ম্যাচে রান করা একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটি ছাড়াও টপ অর্ডারে ইংল্যান্ডের নির্ভরতার প্রতীক জো রুট ও ইয়ান মরগ্যান। এছাড়া মিডল অর্ডারে কিউই বোলারদের চিন্তায় ফেলে দেয়ার মতো ব্যাটসম্যানও আছে ইংলিশদের।
মিডল অর্ডারে জস বাটলার, বেন স্টোকসের মতো ব্যাটসম্যান থাকায় এই বিভাগ নিয়েও চিন্তা নেই ইংল্যান্ডের। এছাড়া শেষ দিকে রান তোলার সামর্থ্য আছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকসরা দলের প্রয়োজনে শেষ দিকে রান তুলতে বেশ পারদর্শী। বোলিং বিভাগেও বেশ শক্তিশালী ইংলিশরা। জোফরা আর্চারের গতির সঙ্গে মার্ক উডের দারুণ সব ডেলিভারিতে কাঁপতে হচ্ছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।
অন্যদিকে লাইন-লেংন্থ ঠিক রেখে প্রতিপক্ষকে চাপে রাখতে ক্রিস ওকস-প্লাঙ্কেটও কম যাননা। শেষ ম্যাচে তো ক্রিস ওকসই অজিদের ব্যাটিংকে গুড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন। দলের রিস্ট স্পিনার হিসেবে প্রতিপক্ষকে চাপে রাখতে ভূমিকা রাখছেন আদিল রশিদও। তাই বলাই যায় ফাইনালের মহারণে অপরিবর্তীত দল নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের সম্ভাব্য দল:
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ান মরগ্যান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।