পুলিশ সুপারের একশন: বিয়ানীবাজার থেকে এসআই সিরাজ স্ট্যান্ডরিলিজ!
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৪:১৮ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার থানা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় অভিযোগ শোনে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়েছেন। আজ শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মাদক, সন্তাস ও জঙ্গি বিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই আদেশ দেন।
মতবিনিময় সভায় লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌছ উদ্দিন কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের (সিরাজ-২) বিরুদ্ধে। সামান্য দুর্ঘটনাকে অপহরণ মামলা বলে রেকর্ড করা এবং অভিযুক্ত করে যুবককে জেলহাজতে প্রেরণ করা। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির কোন সুযোগ না দেয়া এবং বৈধ অটোরিক্সা থানা থেকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা প্রদান করার অভিযোগ তুলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এসআই সিরাজকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।