গোলাপগঞ্জে আ’লীগ-যুবলীগ নেতাকর্মীর সাথে এমপি নাহিদের মতবিনিময়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১১:৪৪ পূর্বাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি।
শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।