বিয়ানীবাজারে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৪:১২ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে চার বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার রাতে বড়লেখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার এ এস আই তালেব আলী একদল পুলিশ নিয়ে আসামী ছালেহ আহমদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ছালেহকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে। তার বিরুদ্ধে চুরি মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়. ১৯৯০ সালের একটি চুরি মামলায় তাকে আদালত সাজা দিয়েছিলেন। সে সময় পুলিশ তার কাছ থেকে চোরাই পণ্য উদ্ধার করে। ছালেহ আহমদ ছোটদেশ এলাকার মৃত মোস্তফা উদ্দিনের পুত্র।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর বলেন, প্রায় ৩০ বছরের পুরনো মামলায় সে পলাতক আসামী ছিল। তাকে বড়লেখা উপজেলার শেষ প্রান্ত থেকে গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।