পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে: কামরুল আহসান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১:৪২ পূর্বাহ্ণমো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ: সিলেট রেঞ্জ’র ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার) বলেছেন, পুলিশ জনগণের বন্ধু, তাই পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। জনগণের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, অপরাধী সে যত ক্ষমতাধারী হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। তিনি সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার) সোমবার (৮ জুলাই) দুপুরে বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জুনেদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক আহমদসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক জামাল আহমদ। গীতা পাঠ করেন শিক্ষক ভজেন রায়।