ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৩:১২ অপরাহ্ণপাবনা: পাবনায় সুজানগর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৮ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার বিরাহিমপুরের পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)।
আমিনপুর থানার ওসি মমিনুল হক বলেন, কাশীনাথপুর থেকে তিনজন মোটর সাইকেলে করে আরোহী পাবনা-নগরবাড়ি মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগ্রামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।