ঘুমের ঘোরে চালক, বাস নর্দমায় পড়ে নিহত ২৯
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৯:২১ পূর্বাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি বাস নর্দমায় পড়ে যাওয়ার ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। ছয় লেনের যমুনা এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটি সড়ক থেকে ১৫ ফুট নিচে পড়ে গেছে।
দেশটির গণমাধ্যম জানায়, লক্ষ্ণৌও থেকে দিল্লিগামী স্লীপার কোচের একটি যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত হয়েছে। এটি রাস্তা থেকে ১৫ ফুট নিচে একটি নর্দমায় গিয়ে পড়েছে। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসের চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়েছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।