কাকুরায় অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি (আপডেট)

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৯:২৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের কাকুরায় তাজ উদ্দিনের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে সৃষ্ট আগুনে আধাপাকা ঘরের ১৫টি রুম পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাড়িতে পৌছে দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা গ্রামের তাজ উদ্দিন, জয়নাল আবেদীন, রুবি বেগম ও সেলিম আহমদের আধাপাকা টিনসেডের ঘরে অসাবধানতাবশত আগুন লেগে যায়। এতে মুহূর্তের মধ্যে বাড়ির প্রত্যেকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
বিকেল ৪টা ২০ মিনিটে বিয়ানীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দেওয়া হলে তারা ৩০ মিনিটের মধ্যে পানিবাহী একটি গাড়ী নিয়ে সেখানে পৌছেন। এরপর প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বাড়ির ১৫টি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহরম আলী বলেন, প্রাথমিক ধারণা বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, অগ্নিকা-ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।