বিয়ানীবাজারের কাকুরায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৮:০৩ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা বিয়ানীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এরপর তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।