বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে ইউএনও’র মতবিনিময়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৬:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সরকারি ছুটির দিন ব্যতীত প্রত্যেহ খোলা থাকে। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ব্যবহার করার জন্য সরকার এ কমপ্লেক্স নির্মাণ করেছে।
রোববার (৭ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যদের সাথে যৌথ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আরিফুর রহমান এসব কথা জানান। সভায় শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অধিকার এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও জানান, সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমিটির নেই। এ কারণে সরকারি আদেশে ইউএনও ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স খোলা থাকে। এ কমপ্লেক্সের একটি চাবি মুক্তিযোদ্ধাদের হাতে দেওয়া হয়েছে। তারা যেকোন সময় কমপ্লেক্স ব্যবহার করতে পারবেন। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আমরা সম্মান করি। উপজেলা প্রশাসনের যেকোন দপ্তরে তাদের কাজ দ্রুত করে দেওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাহাব উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান অপু, আজাদুর রহমান আজাদ, এনামুল হাছান রায়হান প্রমুখ।