বিয়ানীবাজারে রোটারী ক্লাবের নতুন কমিটির প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৬:১৪ অপরাহ্ণবিয়ানীবাজার: রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের ২০১৯-২০ এর প্রথম সাপ্তাহিক সভা গত শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরশহরের রয়েল স্পাইস রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব বিয়ানীবাজাররের প্রেসিডেন্ট রোটাঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার মুসলেহ উদ্দিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউএই’র সভাপতি রোটাঃ লুৎফুর রহমান, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল।
সভার শুরুতে পবিত্র আল কোর’আন থেকে তিলাওয়াত করেন রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ আব্দুল মতিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের সেক্রেটারী রোটাঃ ডাঃ আবু ইসহাক আজাদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইপিপি রোটাঃ মিজানুর রহমান, পিপি রোটারিয়ান ছাব্বির আহমেদ ও পিপি রোটাঃ ছালেহ আহমদ, পিপি রোটাঃ মোঃ নজরুল ইসলাম,স্ট্যান্ডিং কমিটি চেয়ার পাবলিক সার্ভিস রোটাঃ দিবাকর পাল, ক্লাব সার্ভিস রোটাঃ মোঃ জামিল হোসেন, রোটারী ফাউন্ডেশন চেয়ার রোটাঃ আলাল উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এমরান হোসেন, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মোঃ ফয়জুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ আবু বকর সিদ্দিক, ট্রেজারার রোটাঃ দেলোওয়ার হোসেন, ইয়ুথসার্ভিস রোটাঃ রাজকুমার কর রাজন, বুলেটিন এডিটর রোটাঃ মোঃ সুমন আহমদ, চীফ সার্জেন্ট এট আর্মস রোটাঃ মোঃ সাব্বির আহমদ, সার্জেন্ট এট আর্মস রোটাঃ জানে আলম, রোটাঃ এখলাছুর রহমান, রোটাঃ হাবিবুল্লাহ, রোটাঃ আবুল কালাম খোকন, রোটাঃ মোহাম্মদ জামিল হোসেন, রোটাঃ আব্দুস শুকুর বাবলু, রোটাঃ মোস্তফা আহমদ, রোটাঃ আনোয়ার হোসেন খান, রোটাঃ সুলতান আহমদ, রোটাঃ রহিমা বেগম হেপী, ফার্স্ট লেডি রেহানা বেগম, শরীফা বেগম রুমা, শিক্ষিকা লাইলী বেগম, শিক্ষক ছালেখ আহমদ, রোটারী ক্লাব অব সিলেট র্যয়েলস এর ক্লাব সার্ভিস ডিরেক্টর জুবায়ের আহমদ এবং রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের স্পসর ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট নাহিদুর রহমান ও সেক্রেটারী মো. আশরাফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী ওয়াহিদুজ্জামান টিপু, বিয়ানীবাজার নিউজ২৪ এর বার্তা সম্পাদক সুয়াইবুর রহমান স্বাপন, বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, সিনিয়র প্রতিবেদক শহিদুল ইসলাম সাজু সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।