মক্কায় এক হজযাত্রীর মৃত্যু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১:১৫ অপরাহ্ণচলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সেলিম (৫৬) নামের একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ জুলাই) মক্কায় তার মৃত্যু হয়।
ঢাকা জেলার বাসিন্দা সেলিমের পাসপোর্ট নম্বর বি কে ০৫৭৭৫৬৪।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাবেন ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।
বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।