জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে উপশহরে শো-ডাউন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১২:৪০ অপরাহ্ণসিলেট: সিলেট জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন সামনে রেখে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে উপশহর গ্রুপ যুবলীগের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে উপশহর যুবলীগের উদ্যোগে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি মোটর শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। উক্ত মোটর শভাযাত্রা ও স্বাগত মিছিলে নেতৃত্ব দেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সিলেট জেলা ছাত্রলীগ (জগলু-পান্না) এর পাঠাগার বিষয়ক সম্পাদক সিলেট ‘ল’ কলেজ ছাত্রসংসদ (২০০০-২০০১) এর সাবেক মিলনায়তন সম্পাদক সিলেট জেলা যুবলীগের অন্যতম নেতা মোঃ জাফরান জামিল, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সিলেট জেলা যুবলীগের অন্যতম নেতা কামাল উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা হুমায়ুন রশিদ সুমন।
উপশহরের এবিসি পয়েন্ট থেকে শুরু করে শোভাযাত্রাটি সুবহানিঘাট-বন্দর বাজার কোর্ট পয়েন্ট,জিন্দাবাজার, চৌহাট্রা হয়ে কুমারপাড়া পয়েন্ট প্রদক্ষিন করে রোজ ভিউ পয়েন্টে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের অন্যতম সদস্য মিনহাজ চৌধুরী লিটন, যুবলীগ নেতা কবির চৌধুরী রাসেল, জাহির উদ্দিন, সৈয়দ নিয়াজ আহমদ, চঞ্চল চৌধুরী, মিন্নত আলী, কাজী জুবায়ের আহমদ, সুলতান শাহজাহান তুহিন, সাহেদ আহদ, সিদ্দিক আহমদ, সাহেদ আহমদ, আব্দুল মালিক সবুজ, দেলওয়ার হোসেন জাহাঙ্গীর, শাহেদ আহমদ পলাশ, মাসুদুর রহমান, রেজওয়ান আহমদ, রায়হান আহমদ, সুলতান আহমদ, জাকারিয়া আহমদ, ফুয়াদ বকশী মামুন,জাফর আহমদ ছয়ফুল হাফিজ ইফরাত, সাজ্জাদ আহমদ, দেলওয়ার হোসেন, শাহিন আহমদ, আরজু আহমদ, পাভেল আহমদ, নাবিল আহমদ, এহিয়া আহমদ, রুহুল আমীন, তারেক আহমদ, সাজু , মাহদি, ফাহিম আহমদ, লিটন আহমদ প্রমূখ।