বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১:১৩ পূর্বাহ্ণমো. জিল্লুর রহমান জিলু: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আসন্ন বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে ‘বণিক সমিতির নির্বাচন ও ব্যবসায়ীদের প্রত্যাশা’ বিষয়ে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকালে উপজেলা সদরের মদন মোহন মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সংলাপে জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশগ্রহণ করেন। সংলাপে বক্তারা বিশ্ব ঐতিহ্য খ্যাত শীতলপাটির বালাগঞ্জের উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতির স্বার্থে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সংলাপে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর সঞ্চালনায় সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।
সংলাপের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মো. জাকির হোসেন। গীতা পাঠ করেন বাপসার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গেশ কুমার দাস।
সংলাপে অংশগ্রহণ করেন- পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ থানার এসআই জিয়াউল হক জিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, প্রবীণ ব্যবসায়ী হাজী লাল মিয়া, প্রভাত চন্দ্র রায়, নীলমনি ধর, সমাজসেবী আনসার মিয়া, আনহার মিয়া, সুধেন্দ্র দাস অমল, আব্দুল আলী, বালাগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আইনুর আহমদ রুমন, নিকাহ রেজিস্ট্রার কাজী সিরাজুল ইসলাম, ব্যবসায়ী মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা বাচ্চু, যুবলীগ নেতা আজিজুল বাসির, মনতাজ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বরুপ দে শংকু, প্রদীপ দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাবুল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা অর্জুন দাস, ধারাভাষ্যকার সুলেমান আহমদ প্রমুখ।
সংলাপে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তৃতা করেন সভাপতি পদপ্রার্থী মো. জুনেদ মিয়া, সহ-সভাপতি পদপ্রার্থী আজাদ মিয়া, রকিব আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাওছর আহমদ কওছর, মো. সুমন মিয়া, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইব্রাহিম আলী সুজন, মো. দুলু মিয়া, দফতর ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মনির হোসেন মনি, ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ, এনামুল হক রাবিদ, কওছর আহমদ, রশিদ আলী, আবু শাহজাহান, ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বিপুল চন্দ্র রায়, আনোয়ার আলী, মো. জয়নাল আবেদীন প্রমুখ।
সংলাপে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, ৫২টিভির রিপোর্টার গিলমান আহমদ তালুকদার, ক্যামেরাপারসন জায়েদ আহমদ, একুশে নিউজ টিভির বালাগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৩ জুলাই বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।