১৬ নারীতে আলোকিত হবিগঞ্জের প্রশাসন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৬:২০ অপরাহ্ণহবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পরিচালনায় ১৬ জন নারী কর্মকর্তা এখন দায়িত্বরত। এ যেন নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।
জেলার ৯ উপজেলার মধ্যে এখন ৫টিতেই রয়েছেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিচার বিভাগে কর্মরত রয়েছেন ৬ জন নারী। জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আরও ৫ জন নারী। সব মিলিয়ে হবিগঞ্জের প্রশাসন এখন ১৬ জন নারীর আলোয় আলোকিত।
জেলা হওয়ার পর এই প্রথম হবিগঞ্জে সর্বোচ্চ সংখ্যক নারী কর্মকর্তা বিচার বিভাগ ও প্রশাসনের উচ্চ পদে দায়িত্ব পালন করছেন। তাদের প্রশংসনীয় কর্মকান্ড ও দায়িত্বশীল আচরণ জেলাবাসীর নজর কেড়েছে।
এদের মধ্যে বিচার বিভাগে কর্মরত আছেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন, আছমা আক্তার, সহকারী জজ আখি আক্তার ও স্মরণিকা পাল।
উপজেলা প্রশাসনে নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন- আজমিরীগঞ্জ উপজেলা নাঈমা খন্দকার, লাখাই উপজেলায় মোছা. শাহীনা আক্তার, মাধবপুর উপজেলায় তাসনুভা নাসতারান, শায়েস্তাগঞ্জ উপজেলায় সুমী আক্তার ও বাহুবল উপজেলায় আয়েশা হক।
জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা, তাসলিমা শিরিন মুক্তা, রাসনা শারমিন মিতি ও আমেনা খাতুন।
মোবাইল কোর্ট পরিচালনা থেকে শুরু করে প্রশাসনের সকল কর্মকান্ডই দায়িত্বশীলতার সঙ্গে পালন করছেন তারা। পুরুষদের সাথে তাল মিলিয়ে জেলা পরিচালনার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিয়েছেন এই নারী কর্মকর্তারা।