গোলাপগঞ্জে প্রবীণ শিক্ষক আহমদ চৌধুরী লয়িকের দাফন সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১:২৫ পূর্বাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মো. আহমদ চৌধুরী লয়িক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার নিজ বাড়ীতে সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য রোগে ভূগছিলেন। শুক্রবার মরহুমের নিজ এলাকা রণকেলী লীলামবাড়ী জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুর ২টায় মরহুমের জানাজা পূর্বে মরহুমের জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মরহুমের ভাই প্রফেসর ড. ওয়াজির আহমদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন আমির হামজা পাঞ্জেখানা মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন।
বক্তারা বলেন, লয়িক স্যার ছিলেন হাজার হাজার ছাত্র গড়ার কারিগর। তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে, মনের মাধুরী মিশিয়ে মন উজাড় করে ছাত্রদের পড়াতেন। কখনো তিনি কারও প্রতি কার্পন্য করতেন না। তিনি ছিলেন, শিক্ষকতা পেশার রোড মডেল। এরকম শিক্ষকের অভাব পূরণ হবার নয়।
মরহুমের জানাজার নামজে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিংকু, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, এমসি একাডেমী সরকারী স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ আব্দুছ ছামি চৌধুরী ছমিক স্যার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, প্রবীণ মুরব্বি সাবেক ব্যবসায়ী মাহমুদ আহমদ চৌধুরী মহী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ-সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ প্রমুখ।
উল্লেখ্য, মরহুম মো. আহমদ চৌধুরী লয়িক পৌর এলাকার রণকেলী-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মরহুমের ছাত্রসহ শত শত সর্বস্তরের জনসাধারণ।