‘ক্লিন সিটি’ কর্মীদের হাতে পরিচ্ছন্ন হলো জিতু মিয়ার পয়েন্ট

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১২:২৫ পূর্বাহ্ণসিলেট: নগরীর ‘ক্লিন সিটি’ নামে একটি পরিচ্ছন্নতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার শহর, পরিচ্ছন্ন শহর’ এই সচেতনতামূলক স্লোগানে চালিয়ে যাচ্ছে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক সাপ্তাহিক কার্যক্রম।
ছুটির দিনে ভ্রমণপ্রিয়াসু মানুষের নানা ঘোরাঘুরির মাঝে অসচেতনতায় বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ফেলছে যেখানে সেখানে। এর ফলে দূষিত ও অপরিচ্ছন্ন হচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। ক্লিন সিটির একদল কর্মী প্রচন্ড গরমে রৌদ্রের মাঝে নগরীর পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়াতে নিঃস্বার্থভাবে পরিষ্কার করে জিতু মিয়ার পয়েন্ট থেকে হযরত গরম দেওয়ান (রহঃ) মাজার পর্যন্ত।
আজ শুক্রবার বিকেলে তাদের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে ক্লিন সিটির একদল কর্মী সচেতনতামূলকভাবে জনগণকে উদ্বুদ্ধ করে পরিচালনা করে তাদের কার্যক্রম। পরিচ্ছন্ন নগরী গড়তে জনগণকে সচেতন করাই তাদের মূল লক্ষ্য।
ক্লিন সিটির একমাত্র স্বপ্ন পরিচ্ছন্নতা হচ্ছে জনগণকে পরিচ্ছন্নতা কাজে সচেতনতা করা ও দেশের মাঝে সিলেটের বুকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা। সবাইকে পরিচ্ছন্নতা নগরী গড়ে সহায়তা করতে ও যেখানে সেখানে আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে তারা অনুরোধ করেছেন।