সিসিকে লাইসেন্স নবায়নে বিশেষ সুবিধা পাবেন সিলেট চেম্বারের সদস্যরা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ৮:৪৭ পূর্বাহ্ণসিলেট: সিলেট সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ সুবিধা পাবেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যরা। চেম্বার সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার জন্য আলাদা একটি কাউন্টারও স্থাপন করবেস সিসিক কতৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ নগর ভবনে গিয়ে মেয়র ও লাইসেন্স শাখায় কর্মরতদের সাথে সাক্ষাৎ করার পর এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
জানা গেছে- সিলেট চেম্বারের নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর। নির্বাচনে অংশগ্রহণের জন্য সদস্যগণকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করে চেম্বারের সদস্যপদ নবায়ন করতে হবে। এজন্য জুলাই মাসের শুরু থেকেই লাইসেন্স নবায়নে নগরভবনে ভিড় করছেন চেম্বারের সদস্যরা। কিন্তু এবার থেকে ডিজিটাল ট্রেড লাইসেন্স সিস্টেম শুরু করেছে সিটি কর্পোরেশন। এতে সার্ভারজনিত সমস্যার কারণে লাইসেন্স নবায়ন করতে বিলম্ব হচ্ছে ব্যবসায়িদের। বিষয়টি চেম্বারের প্রশাসককে অবগত করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়িদের অভিযোগ শুনে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে যান চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। সেখানে তিনি মেয়র আরিফুল হক চৌধুরী ও শাখায় কর্মরতদের সাথে কথা বলে নির্বাচনের বিষয়টি বললে চেম্বার সদস্যদের সার্বিক সহায়তার আশ্বাস দেন মেয়র ও কর্মকর্তা-কর্মচারীরা।
এ ব্যপারে মেয়র আরিফ বলেন- সিলেট চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। চেম্বারের সদস্যদের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য আলাদা কাউন্টার খোলা হবে ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন- লাইসেন্স নবায়ন নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ শুনে নিজেই নগর ভবনে গিয়ে নির্বাচনের সময় স্বল্পতার বিষয়টি জানাই। পরে মেয়র ও কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি বুঝে চেম্বারের সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন- সকলের সহযোগিতায় আমরা যথাসময়ে নির্বাচন আয়োজন করতে পারব।
এসময় এফবিসিসিআই’র পরিচালক ও সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি খন্দকার সিপার আহমদও উপস্থিত ছিলেন।