লামাকাজিতে ট্রাক চাপায় জেলা প্রেসক্লাব সভাপতির ভাই নিহত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ১২:৪৫ পূর্বাহ্ণসিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কে দ্রুতগামীর ট্রাকের চাপায় নিহত হয়েছেন মৃনাল দাশ পুরকায়স্থ মিলন (৬৫) নামের এক ব্যক্তি। নিহত মিলন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের বড় ভাই। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ র্ঘটনাটি ঘটেছে।
মিলন বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ পুলের পূর্বপারবাজারে বন্ধুদের সাথে গল্পগুজব কের পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মৃনাল দাশ পুরকায়স্থ। বাড়ির কাছাকাছি যাওয়ার পর দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে এক অটোরিকশা চালক তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখান থেকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ বলেন, নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত ছাড়া মরদেহটি নিয়ে যাওয়ার চেষ্টা করছি।